ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামে একটি বসতবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দোষারুপ করে চলেছেন। তিনদিন অতিবাহিত হলেও এ ঘটনায় কোনো মামলা রুজু হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভায়াবহ মৌজায় প্রস্তাবিত নর্প নীট ইন্ডাষ্ট্রিজ নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে কতক জমি ক্রয় করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ ও কারখানা স্থাপন কাজ শুরু করা হয়েছে। সেখানকার এক বসতি আবুল কাশেম তার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন যাবত বসতবাড়ি করে বসবাস করে আসছিলেন। ২৮ আগষ্ট দিবাগত রাতে আবুল কাশেমের বসতবাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর চালায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ভাঙচুরকৃত ঘরবাড়ি ও নারী-পুরুষের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়।
সেখানে ভাঙচুরের নেপথ্যে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুবসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরে ২৯ আগষ্ট সন্ধ্যায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দল নেতা আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব। তিনি দাবি করেন একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে। উল্টো নাজমুল মিয়া ও তার পরিবারের লোকজন কোম্পানীর সীমানা প্রাচীর ভাঙচুর এবং তারা নিজেরাই বাড়িঘর ভাঙচুর করে নাটক সাজিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত নাজমুল মিয়া জানান, তিনদিন অতিবাহিত হলেও তার পরিবারের লোকজনের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের কোন মামলা হয়নি। এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবিরকে মুঠোফোনে কল করলে পাওয়া যায়নি।
এসএস/সবা


























