০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে শিক্ষার্থীদের সচেতন করতে ওসির মতবিনিময় সভা

“সচেতনতার বার্তা নিয়ে এবার আমাদের গন্তব্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এই দায়ভার কে নিবে?” —এমন প্রশ্ন তুললেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন।

ওসি নাজমুল আলম বলেন, “তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে হলে স্কুল-কলেজ থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজারহাট থানায় যোগদানের পর থেকে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অভূতপূর্ব কর্মচাঞ্চল্য দেখিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

রাজারহাটে শিক্ষার্থীদের সচেতন করতে ওসির মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

“সচেতনতার বার্তা নিয়ে এবার আমাদের গন্তব্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এই দায়ভার কে নিবে?” —এমন প্রশ্ন তুললেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন।

ওসি নাজমুল আলম বলেন, “তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে হলে স্কুল-কলেজ থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজারহাট থানায় যোগদানের পর থেকে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অভূতপূর্ব কর্মচাঞ্চল্য দেখিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

এমআর/সবা