ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার গড়তে চায় যা সংসদও চালাবে, কবরেও নাজাত দেবে। তিনি বলেন, প্রকৃত মানুষ সেই যে নিজের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, অন্যথায় মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শায়েখে চরমোনাই আরও বলেন, শুধু পাশ নয় বরং সর্বোচ্চ সাফল্যের চিন্তা করতে হবে। ক্যারিয়ার হতে হবে নবী (সা.) এর আদর্শের মতো, যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবির সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ইউসুফ আহমদ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি পদপ্রার্থী আনোয়ার খান, ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা নুর আলম বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এমআর/সবা






















