বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মানবেতর জীবনযাপন করা লেবু শেখ (৪০)।
গত ২০ আগস্ট “চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন নিঃস্ব রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার” শিরোনামে বেশ কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়।
প্রতিবেদনটি “প্রচেষ্টা সবার জন্য” মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির দৃষ্টি আকর্ষণ হয়।
পরে তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার অসহায় লেবু শেখের হাতে হুইল চেয়ারটি তুলে দেন।
হুইল চেয়ার পেয়ে আবেগ আপ্লূত হয়ে লেবু শেখ জানান, একটি হুইল চেয়ারের অভাবে ঘরবন্দী জীবন যাপন করছি দীর্ঘদিন ধরে। চেয়ারটি আমার খুব প্রয়োজন ছিল। এখন থেকে এই হুইল চেয়ারে ঘর থেকে বাহিরেও যেতে পারবো। এ সময় তিনি সকলের জন্য দোয়া করেন।
এ সময় স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী মো. একরামুল হক, মো. শরিফুল ইসলাম, রাজু আহমেদ রুবেল, নাজমুল ইসলাম, আরাফত, গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল শেখের ছেলে লেবু শেখ (৪০)। ভাগ্যের পরিবর্তন ঘটাতে প্রায় দুই যুগ আগে প্রবাসে চলে যান তিনি। সেখানে দু মাস কাজের পর হঠাৎ দো তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মেরু দন্ডের হাড় ভেঙে যায় তার। সেখান থেকে কোন রকম জীবন ফিরত পেয়ে চলে আসেন দেশে।
চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন নিঃস্ব। এখন আর চলাফেরা করতে পারেন না তিনি। স্ত্রী আর দুই শিশু সন্তান নিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। অন্যের সাহায্যেতেই চলে তাদের সংসার। কোনোরকম খেয়ে পরে বেঁচে আছে পরিবারটি।
এমআর/সবা


























