০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। সকাল থেকেই প্রার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠেছে পুরো ক্যাম্পাস। দুপুর ১২টা পর্যন্ত হল সংসদ ছাড়া শুধু চাকসুতে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিন হওয়ায় প্রার্থীরা নিজ নিজ প্যানেল ও সমর্থকদের নিয়ে কমিশন কার্যালয়ে আসতে শুরু করেন। এতে চাকসু ভবন ও আশপাশের এলাকায় এক ধরনের নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

মনোনয়ন জমা দিতে আসা রফিকুল ইসলাম বলেন, “আমরা চাই নির্বাচনটা হোক অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এটাই আমাদের বড় পাওয়া।”

একইভাবে মনোনয়ন জমাপত্র জমা দিতে আসা আরেক প্রার্থী নাজমুল হাসান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের প্রত্যাশায় আছে। আমি চাই, তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটুক এ নির্বাচনের মাধ্যমে।”

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আজ মনোনয়ন জমাদানের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

এদিকে একজন সাধারণ শিক্ষার্থী মাহমুদুল হক বলেন, “অনেকদিন পর চাকসু নির্বাচন হচ্ছে। আমরা আশা করি, এটি হবে সত্যিকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমাদের দাবি—কেউ যেন প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপ করতে না পারে।”

উল্লেখ্য, দীর্ঘ তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

চাকসু নির্বাচন: ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। সকাল থেকেই প্রার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠেছে পুরো ক্যাম্পাস। দুপুর ১২টা পর্যন্ত হল সংসদ ছাড়া শুধু চাকসুতে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিন হওয়ায় প্রার্থীরা নিজ নিজ প্যানেল ও সমর্থকদের নিয়ে কমিশন কার্যালয়ে আসতে শুরু করেন। এতে চাকসু ভবন ও আশপাশের এলাকায় এক ধরনের নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

মনোনয়ন জমা দিতে আসা রফিকুল ইসলাম বলেন, “আমরা চাই নির্বাচনটা হোক অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এটাই আমাদের বড় পাওয়া।”

একইভাবে মনোনয়ন জমাপত্র জমা দিতে আসা আরেক প্রার্থী নাজমুল হাসান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের প্রত্যাশায় আছে। আমি চাই, তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটুক এ নির্বাচনের মাধ্যমে।”

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আজ মনোনয়ন জমাদানের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

এদিকে একজন সাধারণ শিক্ষার্থী মাহমুদুল হক বলেন, “অনেকদিন পর চাকসু নির্বাচন হচ্ছে। আমরা আশা করি, এটি হবে সত্যিকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমাদের দাবি—কেউ যেন প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপ করতে না পারে।”

উল্লেখ্য, দীর্ঘ তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এমআর/সবা