স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও জনগণের নাগালে পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর, ২৫ প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের বিভিন্ন উপজেলায় নতুনভাবে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নার্সরা চাকরির ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা বেতনস্কেল) সেবা প্রদান করবেন। তাদের পদায়ন প্রক্রিয়ায় কিছু শর্তও উল্লেখ রয়েছে—যেমন বাংলাদেশি নাগরিক হতে হবে, দায়িত্ব পালনে শৃঙ্খলা মানতে হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।
দীর্ঘদিন ধরে জনবল সংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে জানান স্থানীয়রা। একাধিক ভুক্তভোগীর মন্তব্য—নার্স না থাকায় রোগীরা প্রাথমিক চিকিৎসা পেতেও ভোগান্তিতে পড়তেন। এবার নার্স সংখ্যা বাড়ায় সেই সংকট কিছুটা হলেও দূর হবে বলে মনে করছেন সবাই।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও নতুন পদায়নকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের এ উদ্যোগ একটি বড় পদক্ষেপ।
এমআর/সবা
























