০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপি নেতা এম এইচ খান মঞ্জুর জনসংযোগ

গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এইচ খান মঞ্জু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বড়বাজার, বটতলা, মোহাম্মদপাড়া এলাকা ঘুরে জনসংযোগকালে তিনি বলেন, “কোনো অসাধু ব্যক্তি যদি বিএনপি বা আমার নাম ব্যবহার করে সালিশ বাণিজ্য কিংবা অপকর্মে জড়িত হয়, তবে তাকে আইনের হাতে তুলে দিন অথবা আমাকে জানান। আমি নিজেই আইনের হাতে তুলে দেবো।”

তিনি আরও বলেন, বিএনপি বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের নেতাকর্মীরা সুশাসন প্রতিষ্ঠা ও দলের জনপ্রিয়তা ধরে রাখতে ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছেন, যার সুফল শিগগিরই জনগণ পাবে।

এ সময় এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জ জেলা কারাগারে আটক বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলকে দেখতে যান। পরে তিনি সোহেলের বাসভবনে গিয়ে তাঁর মা ও স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবগত করার পাশাপাশি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

জনসংযোগ কর্মসূচিতে বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

গোপালগঞ্জে বিএনপি নেতা এম এইচ খান মঞ্জুর জনসংযোগ

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এইচ খান মঞ্জু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বড়বাজার, বটতলা, মোহাম্মদপাড়া এলাকা ঘুরে জনসংযোগকালে তিনি বলেন, “কোনো অসাধু ব্যক্তি যদি বিএনপি বা আমার নাম ব্যবহার করে সালিশ বাণিজ্য কিংবা অপকর্মে জড়িত হয়, তবে তাকে আইনের হাতে তুলে দিন অথবা আমাকে জানান। আমি নিজেই আইনের হাতে তুলে দেবো।”

তিনি আরও বলেন, বিএনপি বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের নেতাকর্মীরা সুশাসন প্রতিষ্ঠা ও দলের জনপ্রিয়তা ধরে রাখতে ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছেন, যার সুফল শিগগিরই জনগণ পাবে।

এ সময় এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জ জেলা কারাগারে আটক বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলকে দেখতে যান। পরে তিনি সোহেলের বাসভবনে গিয়ে তাঁর মা ও স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবগত করার পাশাপাশি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

জনসংযোগ কর্মসূচিতে বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।