বিশ্ব পরিচ্ছন্নতা দিবস (২০ সেপ্টেম্বর) উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন শতাধিক মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। প্লাস্টিকবর্জ্যমুক্ত ও পরিবেশবান্ধব সমুদ্র সৈকত গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পেইনের আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কর্মসূচি চলে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী, উন্নয়নকর্মী ও পর্যটকরা গ্লাভস ও বর্জ্যব্যাগ নিয়ে অংশগ্রহণ করেন।
কার্যক্রমের মধ্যে ছিল সৈকত পরিষ্কার করা, সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশগ্রহণকারীরা স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
উদ্যোগে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোলাম মুকতাদির, সহকারী প্রকৌশলী আবুল মনজুর, ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএইচসিআর ও ব্র্যাকের কর্মকর্তারা। প্রকল্প পরিচালক গোলাম মুকতাদির আশা প্রকাশ করেন, মানুষ যেন স্বপ্রণোদিত হয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে। অন্যান্য বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু সৈকত পরিষ্কার করার জন্য নয়, বরং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি করতে পরিচালিত হচ্ছে।
এমআর/সবা



















