নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে আবার বেড়েছে সবজি, ডিম ও পেঁয়াজের দাম। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি ‘নেই’।
অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহের ভারী
বর্ষণের অজুহাত দেখিয়ে সবজির দাম বাড়িয়েছেন বিক্রেতারা।
বাজারে ফুলকপি-৯০, বাঁধাকপি- ৮০ টাকা। সিমের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, গাজরের কেজি ১২০, করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা। বাজারে
কাঁচামরিচের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা, আগে কেজি ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি
বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। ঢেঁড়স ১০০, কচুর লতি ৮০; পেঁপে ৪০; মুলা ৮০ টাকা; বরবটি ১২০ ও ধুন্দল ৭০-৮০ টাকা
কেজি। আকারভেদে লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শসা প্রতি কেজি ৮০ টাকা; লম্বা বেগুন ১২০, গোল বেগুন ৯০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৫০
টাকায়, আগে কেজি ছিল ১২০ টাকা।
নগরীর মাস্টার পাড়ারা সবজি বিক্রেতা রুস্তুম বলেন, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টি ও বন্যার কারণে বাজারের সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। পেঁপে ছাড়া, ৮০ টাকার নিচে কোনো সবজি নাই।
এদিকে, বাজারে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, আগে কেজি ছিল ৬০ টাকা। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে
৪৫ থেকে ৫০ টাকায়। ভারতের কেরেলার আদা কেজি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। চায়না রসুনের কেজি ১৮০-২০০ টাকা। দেশি রসুনের কেজি ২০০-
২২০ টাকা।
বাজারে মুরগির দাম বাড়া-কমার মধ্যে রয়েছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০-
৩০০ টাকায়, লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়। বাজারে খোলা চিনির দাম প্রতি কেজি ১৩৫-১৪০ টাকা। খোলা আটার
কেজি ৫৫ থেকে ৬০ টাকা; প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি মসুরের ডালের দাম কেজি
প্রতি ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ৯৫-১০০ টাকা। বাজারে বেড়েছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে
১৬০-১৬৫ টাকায়। আগে ছিল ১৫০ টাকা ডজন। আর এখন পাড়া-মহল্লার দোকানে হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে
২২৫-২৩০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, আগে ছিল ৭০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০ টাকা।
শিরোনাম
রাজশাহীর বাজারে পেঁপে আলু ছাড়া ৮০ নিচে নেই সবজি!
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৩:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- ।
- 118
জনপ্রিয় সংবাদ

























