শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, “পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। বিএনপি সবসময় ধর্মীয় অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে আসছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।”
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেবসহ দলের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-ধর্মবিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল দেব, রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি সাধন দে এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা।
এমআর/সবা




















