গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আমেজ থাকলেও হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে গভীর শঙ্কা। ঘাঘর নদীর মোহনায় পানি উন্নয়ন বোর্ডের তৈরি করা বাঁধ এখনো অপসারণ না হওয়ায় দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ—বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন—অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫ কোটি ৪৪ লাখ টাকার একটি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে প্রায় এক বছর আগে ঘাঘর নদীর মোহনায় বাঁধ নির্মাণ করা হয়। বর্ষা মৌসুমে কাজ বন্ধ হয়ে গেলে বাঁধটি সেখানেই রয়ে যায়, ফলে নদীপথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
তারাশী কর্মকারবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি গোশাই কর্মকার বলেন, “প্রতি বছর বিজয়া দশমীতে নৌকাযোগে প্রতিমা নিয়ে গিয়ে নদীতে বিসর্জন দিই। কিন্তু এবার নদীতে বাঁধ থাকায় আমরা তা করতে পারবো না—এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”
স্থানীয় ব্যবসায়ী রনজিত কুমার সাহা জানান, “আমরা শতাধিক মানুষের স্বাক্ষরযুক্ত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।”
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম বিল্লাহ বলেন, “বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।”
স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন বাধাগ্রস্ত হবে, যা তাদের ধর্মীয় উৎসবের মর্যাদা ও আনন্দে বড় রকমের ছেদ ফেলবে।
এমআর/সবা




















