খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে সেটেলার বাঙালিদের হামলা, ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বান্দরবানের রোয়াংছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আদিবাসী ছাত্র জনতার আয়োজনে উসারা মহাথের লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ হয়। এর আগে জেএসএস নেতা অংশৈমং মারমার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা এবং সঞ্চালনা করেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী চসিংথোয়াই মারমা।
সমাবেশে বক্তব্য দেন ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা শাখার উলিসিং মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা, বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মেনিপ্রু মারমা, পিসিপি নেতা হ্লামংচিং মারমা, জন ত্রিপুরা প্রমুখ।
এসময় রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশগ্রহণ করে গুইমারার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এমআর/সবা



















