০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
চবির ভর্তি পরীক্ষা 

জাতীয় নির্বাচনের কারণে সময়সূচিতে পরিবর্তনের আভাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিপরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে মার্চ মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা ঝুঁকিপূর্ণ হবে। রাজনৈতিক ব্যস্ততা ও অনিশ্চিত পরিস্থিতি এ সময়ে পরীক্ষার আয়োজনকে কঠিন করে তুলতে পারে। এ কারণে ভর্তি কার্যক্রম আগে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই পরিকল্পনা করছে।

চবির ভর্তি কমিটি আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন শেষে বৈঠক করে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে। গত বছর চবির ভর্তি পরীক্ষা হয়েছিল ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। তবে এবার প্রশাসনের আশঙ্কা, একই সময় ধরে রাখলে তা নির্বাচনী পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে পারে, যা শিক্ষার্থীদের সেশনজটের ঝুঁকিতে ফেলবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার এ বিষয়ে বলেন, “ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কোর কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের যেন সেশনজটে পড়তে না হয়। নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তখন পরীক্ষা নেওয়া কঠিন হবে। তাই বিকল্প সময় নিয়েই ভাবছি।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চবির ভর্তি পরীক্ষা 

জাতীয় নির্বাচনের কারণে সময়সূচিতে পরিবর্তনের আভাস

আপডেট সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিপরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে মার্চ মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা ঝুঁকিপূর্ণ হবে। রাজনৈতিক ব্যস্ততা ও অনিশ্চিত পরিস্থিতি এ সময়ে পরীক্ষার আয়োজনকে কঠিন করে তুলতে পারে। এ কারণে ভর্তি কার্যক্রম আগে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই পরিকল্পনা করছে।

চবির ভর্তি কমিটি আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন শেষে বৈঠক করে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে। গত বছর চবির ভর্তি পরীক্ষা হয়েছিল ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। তবে এবার প্রশাসনের আশঙ্কা, একই সময় ধরে রাখলে তা নির্বাচনী পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে পারে, যা শিক্ষার্থীদের সেশনজটের ঝুঁকিতে ফেলবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার এ বিষয়ে বলেন, “ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কোর কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের যেন সেশনজটে পড়তে না হয়। নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তখন পরীক্ষা নেওয়া কঠিন হবে। তাই বিকল্প সময় নিয়েই ভাবছি।”

এমআর/সবা