রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব সামগ্রী বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের প্রবেশপথে তল্লাশির মাধ্যমে এসইউপি আটকানো হবে এবং প্রয়োজনে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে। সচেতনতা তৈরিতে সচিবালয়ের বিভিন্ন স্থানে বোর্ড স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিম তদারকিতে রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, অফিস কক্ষে বা সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট, চামচসহ যেকোনো একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না। পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়েও এসব পণ্যের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিবেশবান্ধব বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পয়েন্ট নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
এমআর/সবা

























