দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ দীঘিনালা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে ত্রিপুরা জাতির শিক্ষাব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়।
শনিবার সকালে দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ দীঘিনালা শাখার সভাপতি রেনি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা। কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক বিশ্ব ত্রিপুরা সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরা, গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসাধন ত্রিপুরা এবং নারী ও শিশু প্রসিকিউটর সুপ্রিম কোর্ট এ্যাড. সৃজনী ত্রিপুরা।

আলোচনা সভায় শিক্ষার্থীরা জানান, ত্রিপুরা জাতি এখনো শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়নি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করতে হবে। বিশেষভাবে বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনীতে একাদশ শ্রেণির ৪০ শিক্ষার্থীকে পাঠ্যবই প্রদান করা হয়, ৯১ কৃতকার্য শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং জিপিএ ৫ প্রাপ্ত ২ শিক্ষার্থীকে ক্রেস প্রদান করা হয়।
ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই উদ্যোগকে শিক্ষা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন।

এমআর/সবা























