স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনের সাহসী সৈনিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানকে চরফ্যাশনের নিজ গ্রামে দাফন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) জোহরের নামাজের পর নজরুলনগর ইউনিয়নের মাঝের চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ, সহপাঠী, উপজেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, হাসিব ছিলেন সাহসী, মেধাবী ও সংগঠিত ছাত্রনেতা। তার অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে বন্ধুদের সঙ্গে নাস্তা করতে গিয়ে হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হন হাসিব। দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর মরদেহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজার পর নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
হাসিবুর রহমান মাঝের চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে। তিনি মিরপুর এলাকায় জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল, যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এমআর/সবা























