জামালপুরের বকশীগঞ্জে পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা লিটন কসাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাতে সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় তার স্বজন ও সহযোগীরা অতর্কিতভাবে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ লিটনকে ছিনিয়ে নেয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
পরে ধারাবাহিক অভিযানে পুলিশ লিটনের মা ফিরুজা বেগম (৬০), সহযোগী রিপন (১৮) ও মূল হোতা লিটন কসাই (৪৫)-কে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহাম্মেদ জানান, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আলাদা মামলা হয়েছে।
এমআর/সবা

























