চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে আরও তিনটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে চাকসু ভবন ও বুদ্ধিজীবী চত্বরে পৃথক সংবাদ সম্মেলনে প্যানেলগুলো শিক্ষার্থীদের কল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেছে।
প্যানেল ও প্রতিশ্রুতি:
বৈচিত্র্যের ঐক্য (৮ দফা): নিরাপদ ক্যাম্পাস, আবাসন সমস্যা সমাধান, পরিবহন ব্যবস্থা উন্নয়ন, খাদ্য ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধি, নারীবান্ধব পরিবেশ। ভিপি প্রার্থী: ধ্রুব বড়ুয়া।

অহিংস শিক্ষার্থী ঐক্য (১৬ দফা): আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সময়সূচি বৃদ্ধি, খাবারের মানোন্নয়ন, মেধাবৃত্তি, মেডিকেল অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ। ভিপি প্রার্থী: মুহাম্মদ ফরহাদুল ইসলাম।
সচেতন শিক্ষার্থী সংসদ (১২ দফা): স্বাস্থ্য, মানবাধিকার, যোগাযোগ ও আবাসন, গবেষণা বাজেট বৃদ্ধি। ভিপি প্রার্থী: আব্দুর রহমান রবিন।

প্যানেলগুলো নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, আবাসন সমস্যা সমাধান এবং উন্নত চিকিৎসা ও শিক্ষাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চবি’র সপ্তম চাকসু নির্বাচন। এ পর্যন্ত মোট ১৩টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।
এমআর/সবা

























