০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে কৃত্রিম সার সংকটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

লালমনিরহাটে ডিলারদের কৃত্রিম সার সংকট সৃষ্টির অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে জেলা কৃষক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে নিয়োগপ্রাপ্ত ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে সার বিক্রি করছে। প্রশাসন বিষয়টি জেনেও ব্যবস্থা নিচ্ছে না। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক নুরনবী মোস্তফা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকদলের আহবায়ক সারোয়ার হক লিংকন। উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাহিরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা সভাপতি আনোয়ারুল হক বরী, কালীগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, আদিতমারী উপজেলা আহবায়ক শরিফুল ইসলাম ও পৌর কৃষকদলের সদস্য সচিব ফেরদৌস আলম প্রমুখ।

বক্তারা ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সার সিন্ডিকেট ভেঙে কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহের দাবি জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

লালমনিরহাটে কৃত্রিম সার সংকটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে ডিলারদের কৃত্রিম সার সংকট সৃষ্টির অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে জেলা কৃষক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে নিয়োগপ্রাপ্ত ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে সার বিক্রি করছে। প্রশাসন বিষয়টি জেনেও ব্যবস্থা নিচ্ছে না। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক নুরনবী মোস্তফা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকদলের আহবায়ক সারোয়ার হক লিংকন। উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাহিরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা সভাপতি আনোয়ারুল হক বরী, কালীগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, আদিতমারী উপজেলা আহবায়ক শরিফুল ইসলাম ও পৌর কৃষকদলের সদস্য সচিব ফেরদৌস আলম প্রমুখ।

বক্তারা ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সার সিন্ডিকেট ভেঙে কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহের দাবি জানান।

এমআর/সবা