০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ছাত্রদল–ছাত্রশিবির প্রধান প্রতিদ্বন্দ্বী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে।

ভিপি পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছেন ছাত্রশিবির মনোনীত মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর। সাধারণ সম্পাদক (জিএস) পদে সম্ভাব্য ত্রিমুখী লড়াই হতে পারে—ছাত্রশিবিরের ফাহিম রেজা, ছাত্রদলের নাফিউল ইসলাম জীবন এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দীন আম্মার। এজিএস পদেও তুমুল প্রতিদ্বন্দ্বীতা দেখা যাচ্ছে ছাত্রদলের জাহীন বিশ্বাস এষার ও শিবিরের সালমান সাব্বিরের মধ্যে।

 

নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে, রাজনৈতিক ব্যানার বহনকারী প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এবার দারুণ সক্রিয়। গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী পাপিয়া আক্তার বললেন, “অনেকে দলীয় রাজনীতির বাইরে থেকে আসা বিকল্প নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে, তাই স্বতন্ত্র প্রার্থীরাও চমক দেখাতে পারেন।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মনে করছেন, “ছাত্রদল সমর্থিত প্যানেল গোছানোভাবে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে ভিপি ও এজিএস পদে তারা ভালো ফল করতে পারে।” আর শিক্ষার্থী মেহজাবিন সুলতানা বলেন, “শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট হেলগুলোতেও সরব উপস্থিতি দিচ্ছে, তাই তারা ভোটে এগিয়ে।”

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি ১৮, জিএস ১৩ এবং এজিএস ১৬ জন। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে আরও ৬৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী। মোট ভোটার সংখ্যা ২৮,৯০১, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ এবং পুরুষ ১৭,৫৯৬ জন।

নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য নতুন রাজনৈতিক দিগন্ত খুলে দেবে বলেই মনে করছে বিশ্লেষকরা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

রাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ছাত্রদল–ছাত্রশিবির প্রধান প্রতিদ্বন্দ্বী

আপডেট সময় : ০৭:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে।

ভিপি পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছেন ছাত্রশিবির মনোনীত মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর। সাধারণ সম্পাদক (জিএস) পদে সম্ভাব্য ত্রিমুখী লড়াই হতে পারে—ছাত্রশিবিরের ফাহিম রেজা, ছাত্রদলের নাফিউল ইসলাম জীবন এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দীন আম্মার। এজিএস পদেও তুমুল প্রতিদ্বন্দ্বীতা দেখা যাচ্ছে ছাত্রদলের জাহীন বিশ্বাস এষার ও শিবিরের সালমান সাব্বিরের মধ্যে।

 

নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে, রাজনৈতিক ব্যানার বহনকারী প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এবার দারুণ সক্রিয়। গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী পাপিয়া আক্তার বললেন, “অনেকে দলীয় রাজনীতির বাইরে থেকে আসা বিকল্প নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে, তাই স্বতন্ত্র প্রার্থীরাও চমক দেখাতে পারেন।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মনে করছেন, “ছাত্রদল সমর্থিত প্যানেল গোছানোভাবে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে ভিপি ও এজিএস পদে তারা ভালো ফল করতে পারে।” আর শিক্ষার্থী মেহজাবিন সুলতানা বলেন, “শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট হেলগুলোতেও সরব উপস্থিতি দিচ্ছে, তাই তারা ভোটে এগিয়ে।”

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি ১৮, জিএস ১৩ এবং এজিএস ১৬ জন। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে আরও ৬৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী। মোট ভোটার সংখ্যা ২৮,৯০১, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ এবং পুরুষ ১৭,৫৯৬ জন।

নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য নতুন রাজনৈতিক দিগন্ত খুলে দেবে বলেই মনে করছে বিশ্লেষকরা।

এমআর/সবা