“বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন” — এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫। শনিবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ও ফোর্ব ফোরাম-এর উদ্যোগে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলনমেলায়।
মুন্ডা সম্প্রদায়ের নৃত্যশিল্পী বিপ্লব কুমার-এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন রনি ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চার্চ অব ইংল্যান্ডের পরিচালক ও অপারেশন ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা চার্লস রিড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম উপদেষ্টা রুহি নাজ, এবং সুজন (সুশাসনের জন্য নাগরিক) নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন, বাংলা ফোর্ব ফোরামের সভাপতি মোসাঃ মারিয়ম বেগম শেফা এবং নওগাঁ জেলা ফোর্ব ফোরামের সভাপতি সাজেদুর রহমান দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে—এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য ও শক্তির প্রতীক। তরুণ প্রজন্মকে এই সম্প্রীতির বন্ধন রক্ষা ও বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বৈচিত্র্য ও সম্প্রীতির চর্চা সমাজে সহনশীলতা বৃদ্ধি করে এবং মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
এমআর/সবা



















