চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলিতে আলমগীর ওরফে আলম (৫০) নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে পৌরসভার রশিদারপাড়া সড়কে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। নিহত আলমগীর দীর্ঘ ১২ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছিলেন এবং তিনি জানে আলম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার প্রশাসনের কাছে অবিলম্বে খুনি ও নির্দেশদাতাদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, রাউজানে গত আগস্ট থেকে ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১২টি রাজনৈতিকভাবে প্রণোদিত বলে জানা গেছে।
এমআর/সবা























