মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ উচ্চ বিদ্যালয়ে শহীদ শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সলপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।
সলপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাজি এসাহানুল হক সন্টু। উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের শিক্ষা বিয়ষক সম্পাদক আতিকুল রহমান। ইউপি সদস্য শেখ জিল্লুর রহমানসহ অনেকেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের অভিভাবক মালেকা বেগম, ফারজানা বেগম , ইয়াসমিন জাহান , তুলি খাতুন, আব্দুল ওহাব,নাসির উদ্দিন, কাদের, সোবাহান, মালেক, রাকিবুল ইসলাম, তৈমুর হক,আতিকুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জীবনীতে থাকা দেশ ভাবনা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম।
এর আগে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।























