কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামায়েকেরাম ও তৌহিদি জনতা অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা কামাল হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতি আবু বকর কাসেমী, মাওলানা মুফতি রুহুল আমিন কাসেমী প্রমুখ।
অতিথিরা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি মুসলমানদের বিদ্বেষ নেই। কিন্তু যেহেতু কাদিয়ানীরা নবী মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে মানে না, তাই ইসলামী শরীয়ত অনুযায়ী তারা কাফের এবং মুসলমান নয়। তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য দাবি।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।
এরপর আসর নামাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।
এমআর/সবা




















