ফেনীতে বাসে আগুন দেয়ার পর রাতে ফেনী চট্টগ্রাম রেল লাইনে নাশকতার চেষ্টা করেছে দুর্বওরা।এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে আলোকদিয়ার চেওরিয়ায় এলাকায় গাছ কেটে রেললাইনের উপর ফেলেছে। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ রাতে এই গাছগুলো সরিয়ে রেল যোগাযোগ সচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের এস আই তরুণকান্তি চাকমা।
এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে রাতে পাহারা দেন বিএনপি, যুবদল ,ছাত্রদল সহ এনসিপির নেতাকর্মীরা।তারা শহরের
বিভিন্ন স্থানে মহড়াদেন এবং মোটরসাইকেল দিয়ে মহড়াদিয়ে লীগ খুঁজতে থাকেন।
অপরদিকে ফেনীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে রাতে মহাসড়কের ফতেহপুরে রাস্তায় আগুন দিয়ে মহাসড়ক দখলের চেস্টা করছে নিষিদ্ধ সংগঠন ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সবা






















