মেঘনা নদীতে বর্তমানে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে। গত কয়েক দশকের মধ্যে এত পাঙাশ মাছ ধরা পড়েনি। ইলিশ মাছ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিচ্ছে পাঙাশ মাছ। মেঘনা নদীর তীরের মাছঘাট প্রতিদিন পাঙাশেন জমজমাট বেচাবিক্রিও হচ্ছে। এতে জেলেসহ মাছ ব্যবসায়ীরাও খুশি।
মেঘনা নদীর জেলে মোতালেব ব্যাপারী বলেন, নদীতে ইলিশ মাছ নেই। কিন্তু ইলিশ মাছের জাল ফেললে দুই একটা পাঙাশ মাছ ধরা পড়ছে। পাঙাশ মাছের জালে আরও বেশি ধরা পড়ছে। ইলিশের জালে পাঙাশ ধরা পড়ায় জেলেরাও খুশি। কারণ নদীর কারণ মাছের দাম বেশি। প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি করেন জেলেরা।
মেঘনা নদীর অপর জেলে রিয়াজ হাওলাদার বলেন, গত ১৫ দিন ধরে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে। প্রতি জেলে নৌকা দুই তিনটি পাঙাশ মাছ পায়। সর্বনিম্ন আড়াই কেজি থেকে সর্বোচ্চ ১২ কেজি ওজনের পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন সাড়ে তিনশ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন তারা।
মেহেন্দিগঞ্জের কাজিরহাট এলাকার জেলে সুজন বলেন, এখন ভালো পাঙাশ মাছ ধরা পড়ছে। এ রকম আগে কখনো ধরা পড়েনি। মনে হয় এখন পাঙাশ মাছের সিজন।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গত কয়েক বছরের মধ্যে জেলেরা এত পাঙাশ মাছ নদীতে পায়নি। বর্তমানে নদীতে জেলেরা পাঙাশ মাছ শিকারের উৎসবে মেতেছে।
তিনি বলেন, পাঙাশ মাছের প্রজনন মৌসুম শেষে দৈত্যাকার চাঁই দিয়ে পোনা শিকার করতো। গত মৌসুমে মেঘনা নদী ফেলা দৈত্যাকার চাই অভিযান করে ধ্বংস করা হয়েছে। যার সুফল এখন পাচ্ছে জেলেরা।






















