প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঘোষিত আওয়ামী লীগের সারাদেশব্যাপী শাটডাউন কর্মসূচিতে গোপালগঞ্জেও সকাল থেকে উত্তেজনা বিরাজ করলেও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম।
সোমবার সকালে উরফী ইউনিয়নের ডুমদিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ওই রুটে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। একই সময়ে গোলাবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে নেতা–কর্মীরা রায় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
অন্যদিকে জামায়াত, বিএনপি ও খেলাফত আন্দোলনের কর্মীরা বিভিন্ন স্থানে মহড়া প্রদর্শন করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।
এদিন দূরপাল্লার বাসসহ গণপরিবহন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাস বন্ধ থাকার কোনো ঘটনা ঘটেনি, ফলে জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগও ছিল নির্বিঘ্ন।
জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “শাটডাউন উপলক্ষে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুরো জেলাজুড়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং পুরোদিন শান্তিপূর্ণ কেটেছে।”
সামগ্রিকভাবে দিনের শেষে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
এমআর/সবা

























