১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন নেটওয়ার্কিং ও ট্রেড পোর্টাল বিষয়ে কর্মশালা

নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং বৃদ্ধি, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ব্যবহারে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প–১ এর অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডব্লিউটিও অনুবিভাগ প্রধান খাদিজা নাজনীন। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বারের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর।

কর্মশালায় বক্তারা বলেন, নারীর অংশগ্রহণ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত হলে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাবে। বাংলাদেশের উদ্যোক্তা বাজারে নারীদের অবদান দ্রুত বৃদ্ধি পাচ্ছে—এ প্রবণতা আরও ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, সোনালী–অগ্রণী–জনতা ব্যাংক এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের অগ্রগতি নিয়ে উপস্থাপনা করেন কনসালটেন্ট মোহাম্মদ মামুন উর রশিদ।

সব মিলিয়ে কর্মশালাটি নারীর উদ্যোক্তা জাগরণে তথ্য বিনিময়, অনুপ্রেরণা ও সুযোগ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়েছে।

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

দিনাজপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন নেটওয়ার্কিং ও ট্রেড পোর্টাল বিষয়ে কর্মশালা

আপডেট সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং বৃদ্ধি, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ব্যবহারে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প–১ এর অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডব্লিউটিও অনুবিভাগ প্রধান খাদিজা নাজনীন। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বারের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর।

কর্মশালায় বক্তারা বলেন, নারীর অংশগ্রহণ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত হলে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাবে। বাংলাদেশের উদ্যোক্তা বাজারে নারীদের অবদান দ্রুত বৃদ্ধি পাচ্ছে—এ প্রবণতা আরও ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, সোনালী–অগ্রণী–জনতা ব্যাংক এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের অগ্রগতি নিয়ে উপস্থাপনা করেন কনসালটেন্ট মোহাম্মদ মামুন উর রশিদ।

সব মিলিয়ে কর্মশালাটি নারীর উদ্যোক্তা জাগরণে তথ্য বিনিময়, অনুপ্রেরণা ও সুযোগ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়েছে।