ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘ফেলানী হল’ করার দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন ডাকসুর নেতৃবৃন্দসহ একদল শিক্ষার্থী।
রোববার (আজ) বেলা আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ ইত্যাদি।
ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। তিনি বলেন, ইতিহাস থেকে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিলেন তাঁর পিতা শেখ মুজিবুর রহমান। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের কোনো প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও দাবি জানান, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত গণহত্যার সমর্থন দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক ভবন এলাকায় অতিরিক্ত শিক্ষার্থী উপস্থিতি লক্ষ্য করা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শু/সবা

























