১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ বাজারমূল্যে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. এরশাদুল হক (৩০) কে আটক করা হয়েছে।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, জেলার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ বাজারমূল্যে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. এরশাদুল হক (৩০) কে আটক করা হয়েছে।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, জেলার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।