রাজধানীর আফতাব নগর মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে আবাহনী। শক্তিশালী ফরাশগঞ্জ দলকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে আবাহনী দল।
শুক্রবার সকালে কনকনে শীত উপেক্ষা করে সকাল ১১টা পর্যন্ত জমজমাট এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী দল ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। বল দখল, পাসিং আর আক্রমণে আবাহনীর আধিপত্য ছিল চোখে পড়ার মতো।

ফরাশগঞ্জ দলে ছিলেন একাধিক অভিজ্ঞ ও পরিচিত খেলোয়াড়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সামি, আজম, হাজীসাব, মি. মনির রাজবুলসহ আরও কয়েকজন নামকরা খেলোয়াড়। তবুও আবাহনীর সুসংগঠিত আক্রমণ আর দৃঢ় রক্ষণভাগের সামনে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
অন্যদিকে আবাহনী দলে খেলেছেন রফিক, মাসুদ, পলাশ (দাদা), আনোয়ার, ফারুক (রড)সহ আরও একঝাঁক দক্ষ খেলোয়াড়। পুরো ম্যাচজুড়েই তারা ছিল ছন্দে ভরপুর। একের পর এক আক্রমণে ফরাশগঞ্জের রক্ষণভাগকে চাপে রাখে আবাহনী, যার ফল হিসেবে আসে ছয়টি দর্শনীয় গোল।

ম্যাচটি প্রীতি হলেও খেলোয়াড়দের মধ্যে ছিল পেশাদারিত্ব ও প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ ছাপ। মাঠে উপস্থিত দর্শকরাও উপভোগ করেন প্রাণবন্ত এই ফুটবল লড়াই।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়, যা ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দেয়।
এমআর/সবা

























