১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, নতুন করে যা জানাল ভারত

ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন বিসিবির কর্মকর্তারা। যদিও সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলানোরও আহ্বান জানান তিনি। সবকিছুরই সূত্রপাত ঘটে, মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার পর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ পড়েছে ভারতে। দ্বীপ দেশ শ্রীলঙ্কায় ম্যাচ থাকলেও টাইগারদের গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হাতে অল্প সময় থাকায় ভেন্যু পরিবর্তন কার্যত অসম্ভব।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘কারও খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা।’

প্রতিটি ম্যাচের দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত। সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেন, ‘প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়।’

এর আগে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, নতুন করে যা জানাল ভারত

আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন বিসিবির কর্মকর্তারা। যদিও সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলানোরও আহ্বান জানান তিনি। সবকিছুরই সূত্রপাত ঘটে, মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার পর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ পড়েছে ভারতে। দ্বীপ দেশ শ্রীলঙ্কায় ম্যাচ থাকলেও টাইগারদের গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হাতে অল্প সময় থাকায় ভেন্যু পরিবর্তন কার্যত অসম্ভব।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘কারও খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা।’

প্রতিটি ম্যাচের দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত। সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেন, ‘প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়।’

এর আগে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

এমআর/সবা