সাজেকে নির্বাচন উপলক্ষে দূর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা মূলক আলোচনা করেছ।
রবিবার(৪ জানুয়ারি) সকালে বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ৫৪ বিজিবির অধিনস্ত সিয়ালদপাড়া বিওপির, বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান ও বিওপির সদস্যরা, তুইছুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে নির্বাচন বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা করেন।
উক্ত পাড়ার কারবারি ও বসবাসরত জনগোষ্ঠীর মাঝে নির্বাচন সময়ে যেন কোনো বিশৃংখল পরিবেশ সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নিদের্শমায়
বলেন সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে, বিজিবি সর্বদা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর আসন্ন ত্রয়োদয়শ জাতীয় সংসদ নির্বাচন সহযোগিতা একান্ত কাম্য।
শু/সবা
























