গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরএম মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে নুরপুর আমেরতল এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজার রহমান আগে সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, গ্রেফতারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
শু/সবা




















