কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় রোববার (৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক।
এর আগে, গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাইবাছাইয়ের সময় মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে রোববার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিল সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি।
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের পর জেলা প্রশাসকের হলরুমে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই থেকে আড়াইশ জামায়াত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ দেখান।
জামায়াত প্রার্থী মাহবুবুল আলম বলেন, “দপ্তরের কাছে কাগজপত্র নেওয়ার সুযোগ না দিয়েই মনগড়াভাবে আমার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।”
ভারপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে, যা প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবেন।
শু/সবা






















