রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের কল্যাণেই রাজনীতির প্রকৃত অর্থ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
তিনি বলেন, “রাজনীতি মানেই জনগণের সেবা। কেউ যদি নিজের স্বার্থে রাজনীতি করতে চায়, তাহলে সে রাজনীতি করার যোগ্য নয় -তার উচিত রাজনীতি থেকে সরে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে, সততা ও ন্যায়ের পক্ষে।” তবে বাস্তব চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, “আজ দেখা যায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক পাড়া-মহল্লায় অসংখ্য নেতা রয়েছে, ইউনিয়নেও নেতার অভাব নেই। অথচ সেই নেতাদের গ্রামেই প্রকাশ্যে মাদকের ব্যবসা চলে। প্রশ্ন হলো—তাহলে তারা কিসের নেতা?”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বর্ধিত সভা ও দোয়া মাহফিলে হাদির ফকিরহাট নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতৃত্বের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নুরুল আমিন চেয়ারম্যান বলেন,“যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, যে নেতা নিজের ইউনিয়নে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “এমন নেতা না থাকলেও সমাজের কোনো ক্ষতি হয় না। বরং যে নেতা মানুষের কোনো উপকারে আসে না, তার না থাকাই ভালো।”
তথাকথিত নেতাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন,“জনগণের পাশে দাঁড়ান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনার গ্রাম ও এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলুন। তা না পারলে জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে।”
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এই ধানের শীষ মনোনীত প্রার্থী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“যে নেতা মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে নেতা মাদক বন্ধ করতে ব্যর্থ হয়—সেই নেতাকে বয়কট করুন। এমন নেতার কোনো প্রয়োজন নেই।”
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম। সভায় সঞ্চালনা করেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাশেম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শু/সবা























