দেহান্তরে কেন তাপ?
ফারুক হোসেন
অসংযত ক্ষণ বহমান,
সওয়ার আর কে – মানুষ।
দিবসক্ষয় রাত্রিগ্রাসে,
নিশি দিনে দমহারানো ফানুস।
পাল্লা দিয়ে রূপান্তরে সোনার জীবাধার,
শিশু কিশোর যুবক বৃদ্ধ নাম ধরেছে তার।
তত্রাচ সত্ত্ব বদলবিনে অটলত্বে বয় –
আঁটাআঁটি – সে বড় গুণ,
নাইকো কোনো ক্ষয়।
কায়ার মায়া আর কতকাল,
ফুরুৎ ডানা মেলে।
এক নীড়েতে ত্যাগী ময়না অন্য গাত্রে খেলে।
শরীরপাতে সুবারতা – মুনি ঋষির বাচন,
জড়াগ্রস্ত বৃদ্ধ ছেড়ে নব গায়ে বাড়ন।
কর্মফলে স্বর্গবাসে শুভ জিন্দগি
নতুন দেহে যে নেবে তার নামটা বন্দেগী
শোক কেন তাই জমকর্মে
বুঝ আসে না হাতরে মর্মে।


























