০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপনের রিতাকাব্য

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • 212

অপেক্ষা

প্যারিস শহরে পাতা নেই আর
একটিও কোন গাছে
সব গাছ যেন তোমার ছুঁয়ার
অপেক্ষাতে আছে,
রিতা তুমি এলে
স্বস্তি যে মেলে
প্যারিস আর আমার বুকে,
বাকিটা জীবন একসাথে ওগো
দু’জনে কাটাব সুখে।

আমি অনেক সুখী

সুখের জীবন সফল জীবন
তোমায় সাথী পেয়ে
সহজ সরল জীবনে সুখ
আসছে কেবল ধেয়ে,
রিতা তোমায় মিস করি গো
কল্পনাতে কিস করি গো
তোমায় ভেবে দূরে থেকেও
উঠি সুখে নেয়ে,
রিতা, আমি অনেক সুখি
তোমায় সাথী পেয়ে।

তোমার মতো কেউ নেই

বিশ্বজুড়ে যা পেয়েছি
যা দিয়েছে যে বা,
কেউ পারেনি দিতে আমায়
তোমার মতো সেবা,
সেবা মানে ভালোবাসা
যাতে আমার জীবন ঠাসা
রিতা ওগো তোমার মতো
আমার আছে কে বা?

বুকটা করে খাঁখাঁ

তোমায় ছাড়া প্রেমের শহর
প্যারিসটাও ফাঁকা
তুমিবিহীন শহরটাতে
কষ্ট অনেক, থাকা
রিতা, তোমায় ছাড়া আমার
বুকটা করে খাঁখাঁ।

ভুলা যাবে না

কোনোভাবেই তুমি আমায়
ভুলতে মোটেও পারবে না
আমার মোহ মায়া তোমার
মোটেও পিছু ছাড়বে না,
দূরে থেকেও তোমার মনে
আমিই আছি সকল ক্ষণে
তুমিও রিতা আজীবনই
যত্নে আছ মনের বনে।

সত্যিকারের পাখি

তোমায় আমি অথৈ প্রেমে
পূর্ণ করে রাখি
আদর করে তোমায় আমি
অ নে ক নামে ডাকি,
রিতা, তুমি একজনই যে
সত্যিকারের পাখি।

রিয়েল প্রেম

তুমি আমার লক্ষ্মী বধূ
আমার রিয়েল প্রেম
তুমি আমার রিয়েল রাঁধা
তুমি আমার মেম
তাইতো আমার অথৈ সুখের
হয়না তো প্রব্লেম।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

লোকমান আহম্মদ আপনের রিতাকাব্য

আপডেট সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

অপেক্ষা

প্যারিস শহরে পাতা নেই আর
একটিও কোন গাছে
সব গাছ যেন তোমার ছুঁয়ার
অপেক্ষাতে আছে,
রিতা তুমি এলে
স্বস্তি যে মেলে
প্যারিস আর আমার বুকে,
বাকিটা জীবন একসাথে ওগো
দু’জনে কাটাব সুখে।

আমি অনেক সুখী

সুখের জীবন সফল জীবন
তোমায় সাথী পেয়ে
সহজ সরল জীবনে সুখ
আসছে কেবল ধেয়ে,
রিতা তোমায় মিস করি গো
কল্পনাতে কিস করি গো
তোমায় ভেবে দূরে থেকেও
উঠি সুখে নেয়ে,
রিতা, আমি অনেক সুখি
তোমায় সাথী পেয়ে।

তোমার মতো কেউ নেই

বিশ্বজুড়ে যা পেয়েছি
যা দিয়েছে যে বা,
কেউ পারেনি দিতে আমায়
তোমার মতো সেবা,
সেবা মানে ভালোবাসা
যাতে আমার জীবন ঠাসা
রিতা ওগো তোমার মতো
আমার আছে কে বা?

বুকটা করে খাঁখাঁ

তোমায় ছাড়া প্রেমের শহর
প্যারিসটাও ফাঁকা
তুমিবিহীন শহরটাতে
কষ্ট অনেক, থাকা
রিতা, তোমায় ছাড়া আমার
বুকটা করে খাঁখাঁ।

ভুলা যাবে না

কোনোভাবেই তুমি আমায়
ভুলতে মোটেও পারবে না
আমার মোহ মায়া তোমার
মোটেও পিছু ছাড়বে না,
দূরে থেকেও তোমার মনে
আমিই আছি সকল ক্ষণে
তুমিও রিতা আজীবনই
যত্নে আছ মনের বনে।

সত্যিকারের পাখি

তোমায় আমি অথৈ প্রেমে
পূর্ণ করে রাখি
আদর করে তোমায় আমি
অ নে ক নামে ডাকি,
রিতা, তুমি একজনই যে
সত্যিকারের পাখি।

রিয়েল প্রেম

তুমি আমার লক্ষ্মী বধূ
আমার রিয়েল প্রেম
তুমি আমার রিয়েল রাঁধা
তুমি আমার মেম
তাইতো আমার অথৈ সুখের
হয়না তো প্রব্লেম।