আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেনো নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসে এবং নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা চাইলেন ময়মনসিংহের নব-যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে ভালুকা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, এদেশের সম্মান এবং যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেটি রক্ষা করতে গিয়ে যদি আমাদের কঠিন কোনো প্রদক্ষেপ নিতে হয় তাহলে আমরা সেটি নিবো। আমাদের সংবিধান হল সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইনে যেভাবে বলা আছে অর্থাৎ আমাদের যেভাবে দায়িত্ব দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করবো। আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য যা যা করা দরকার, আমরা সেভাবেই প্রদক্ষেপ নিবো। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। অবশ্যই সকলকে সহযোগিতা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। এ আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ওসি শাহ মোহাম্মদ কামাল হোসেন আকন্দ ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।






















