বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত করা হয়েছে নতুন একটি বাস।
এ নিয়ে পরিবহন পুলে নিজস্ব বাসের সংখ্যা দাঁড়ালো তিনটিতে।
শুক্রবার (২২ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ফিতা কেটে নতুন বাসটির উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ও সিন্ডিকেট সদস্য এস.এম. ইউসুফ আলী, পরিবহন কমিটির আহ্বায়ক ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

























