কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) ঘোষনা করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান রহিম এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে মেহেদী হাসান তানিমকে (লোকপ্রশাসন, ১৩ তম ব্যাচ) সভাপতি ও ইসমাইল হোসেন দিদারকে (প্রত্নতত্ত্ব, ১৪ তম ব্যাচ) সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন জুবায়ের আহমেদ (ইংরেজি, ১৩ তম), আতেফা লিয়া (ফার্মেসি ১৩তম), জহির উদ্দিন (রসায়ন, ১৩তম) সহ আরো আটজন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন নাজমুল হৃদয় (আইন,১৪তম),হাসান অন্তর (লোকপ্রশাসন, ১৪তম), আয়মান মূসা (অর্থনীতি, ১৪তম) সহ আরো এগারো জন।
তাছাড়া নতুন কমিটির দপ্তর সম্পাদক পদে আছেন তানভীর সালাম অণর্ব (মার্কেটিং, ১৫তম), সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব ইমন (প্রত্নতত্ত্ব, ১৫তম) সহ আটজন। কোষাধ্যক্ষ হিসেবে নাজমুল রাসেল (বাংলা, ১৫তম), সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ (বাংলা, ১৫তম) সহ সাংগঠনিক সম্পাদক পদে আছেন তানজিনা আক্তার প্রিয়া (অর্থনীতি, ১৫তম) সহ আরো ছয়জন।
প্রচার সম্পাদক হিসেবে আছেন আব্দুল আজিজ (ব্যবস্থাপনা শিক্ষা, ১৬তম), ছাত্রী বিষয়ক সম্পাদক সামিয়া সুলতানা (গণিত, ১৬তম) সহ চারজন।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক পদে আব্দুল আলি ইমন (আইসিটি, ১৬তম), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে সাবেত মোহাম্মদ জুনাইদ (ব্যবস্থাপনা শিক্ষা, ১৬তম),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরের রহিম (আইসিটি, ১৬তম),শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লা আল মামুন (মার্কেটিং, ১৬তম) সাংস্কৃতিক সম্পাদক সাইদ হাসান (হিসাব বিজ্ঞান, ১৬তম), কার্যনির্বাহি সদস্য ছয়জন সহ সর্বমোট ৫৯ জনের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

























