০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিয়ান নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

বন্দরনগরী চট্টগ্রামে ইতালিয়ান নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫), মো. মোমিন (৫০) ও মো. আরাফাত মিয়া (২১)।
গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বন্দরনগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা  এবং ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় আসাকারদিঘী পশ্চিমপারের মুখে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালিয়ান নারী ক্রিস্টিনা জেমা।তিনি একজন আন্তর্জাতিক ফটো সাংবাদিক।
কোতোয়ালী জোনের চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী সবুজ বাংলাকে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের ৫০টি স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। গোপন তথ্য সংগ্রহের জন্য সোর্স নিয়োগ করা হয়।
তিনি আরো জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায় সিএনজি অটোরিকশার পিছনে ‘সিরাতাল মুস্তাকিম’ লেখা ছিল। ‘সিরাতাল মুস্তাকিম’ নামটি সনাক্ত করে ১৬টি থানা এলাকার অন্তত ১০০টি গ্যারেজে খোঁজ নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চকবাজার থানা এলাকা থেকে আসামি মো.রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় এবং ছিনতাই হওয়া নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক সবুজ বাংলাকে জানান,  রুবেলকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলে সে অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নুর উদ্দিন প্রকাশ রিয়াজকে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা  নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,  এরপর রাত পৌনে ৮টার দিকে মো. মুমিনকে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়। আরেক আসামি আরাফাত মিয়াকে রাত সোয়া ২টার দিকে ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
জনপ্রিয় সংবাদ

বেড়েছে চুরি-নারী নির্যাতন

ইতালিয়ান নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

আপডেট সময় : ০৬:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
বন্দরনগরী চট্টগ্রামে ইতালিয়ান নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫), মো. মোমিন (৫০) ও মো. আরাফাত মিয়া (২১)।
গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বন্দরনগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা  এবং ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় আসাকারদিঘী পশ্চিমপারের মুখে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালিয়ান নারী ক্রিস্টিনা জেমা।তিনি একজন আন্তর্জাতিক ফটো সাংবাদিক।
কোতোয়ালী জোনের চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী সবুজ বাংলাকে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের ৫০টি স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। গোপন তথ্য সংগ্রহের জন্য সোর্স নিয়োগ করা হয়।
তিনি আরো জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায় সিএনজি অটোরিকশার পিছনে ‘সিরাতাল মুস্তাকিম’ লেখা ছিল। ‘সিরাতাল মুস্তাকিম’ নামটি সনাক্ত করে ১৬টি থানা এলাকার অন্তত ১০০টি গ্যারেজে খোঁজ নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চকবাজার থানা এলাকা থেকে আসামি মো.রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় এবং ছিনতাই হওয়া নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক সবুজ বাংলাকে জানান,  রুবেলকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলে সে অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নুর উদ্দিন প্রকাশ রিয়াজকে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা  নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,  এরপর রাত পৌনে ৮টার দিকে মো. মুমিনকে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়। আরেক আসামি আরাফাত মিয়াকে রাত সোয়া ২টার দিকে ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।