দেশ বরেন্য শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ছিলেন আজীবন
সংগ্রামী ও দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের প্রথম সারির যোদ্ধা।
তিনি শৃংখলা বা নিয়মানুবর্তিতার কথা শুধু মুখে বলতেন না, মনে
প্রাণে বিশ্বাস করতেন। তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন
ডিসিপিল্নড মানুষ। একজন সফল, সুখী এবং পরিপূর্ণ মানুষ
হিসাবে স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছে। আর প্রয়ান দিবসে
সবাইকে নিয়ে আমরা তার সফলতার গল্প, সততার গল্প সহ দেশপ্রেমের
কথাগুলো স্মরণ করি। স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত
দেশপ্রেমিক ও অর্থনেতিক মুক্তির পথ প্রদর্শক। তিনি সব সময় দেশের
উন্নয়নে, মানুষের উন্নয়নে নতুন নতুন চিন্তা ভাবনা করতেন।
শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর দ্বাদশ মৃত্যুবার্ষির্কী উপলক্ষ্যে শুক্রবার
রাত সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায়
বক্তারা এ সবকথা বলেন।
পাবনা প্রেসক্লাব অডিটরিয়ামে প্রেসক্লাব সভাপতি এবিএম
ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ
আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, পাবনা সদর আসনের
সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা প্রেসক্লাবের
সাবেক সভাপতি ও জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক বীর
মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা প্রেসক্লাবের সাবেক
সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা চেম্বার অফ কমার্স
এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র
সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ^াস সনি, পাবনা সংবাদপত্র পরিষদ
সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের
শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, আটঘরিয়া উপজেলা
চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আবহায়ক শিবলী
সাদিক, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ,
সহসম্পাদক সরোয়ার উল্লাস, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।
স্মরণ সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা
জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। স্কয়ার ফার্মার
জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার টয়লেটিজ্রের
সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত স্যামসন এইচ চৌধুরী পাবনা প্রেসক্লাবের
সম্মানীয় জীবন সদস্য ছিলেন।






















