০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় দু’এমপি, জাপা, জাসদ, হিরো আলমসহ ৪৫ প্রার্থী জামানত হারালেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে বর্তমান ২ সংসদ সদস্য, জাপা,জাসদ ও বহুল আলোচিত ইউটিউবার হিরো আলমসহ ৪৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিটি আসনে প্রদত্ত বৈধ ভোটের ৮ভাগের ১ ভাগের চেয়ে ১টি ভোট
বেশী প্রাপ্ত প্রার্থী জামানত ফিরে পাবেন। কিন্তু ৪৫জন প্রার্থী সে সংখ্যক ভোট পাননি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭ আসনে ৫৮ জন জন প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ২০ হাজার জমা দিতে হয়েছে।
বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি আসনে ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ ভোটারের মধ্যে গড়ে ২৭ শতাংশ
ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বেসরকারী ফলাফলে সাতটি
আসনের মধ্যে ৫টিতে নৌকা এবং দুটির একটিতে জাতীয় পার্টি ও
অন্যটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। সূত্র জানায়,
জামানত হারানোদের মধ্যে অন্যতম হলেন, বগুড়া-৩ (আদমদীঘি ও
দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের ছাড়কৃত জাতীয় পার্টির
বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-
শাজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া-৪
আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো
আলম ।
বগুড়া-১ আসনে প্রতিদ্বদ্বী ১০ প্রার্থীর মধ্যে ৭জনই জামানত
হারিয়েছেন। তারা হলেন- তৃণমূল বিএনপির এন এম আবু জিহাদ,
তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন, জাতীয় পার্টির গোলাম
মোস্তফা বাবু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হোসেন আকবর আফজাল এবং স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ
শোকরানা ।
বগুড়া-২ আসনে প্রতিদ্বদ্বী ৭ প্রার্থীর মধ্যে ৫জন জামানত
হারিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বরকত
উল্লাহ, তৃণমূল বিএনপির বজলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মুনছুর
রহমান শেখ, দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন ও
আল ফারাবী নুরুল ইসলাম।
বগুড়া-৩ আসনে প্রার্থী ছিলেন ১২ জন। তাদের মধ্যে ১০ জনের জামানত
বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির
নূরুল ইসলাম তালুকদার (প্রাপ্ত ভোট ১০হাজার ৫২৩) , বাংলাদেশ
সুপ্রিম পার্টির আফরিন পারভিন, তৃণমূল বিএনপির আব্দুল
মোত্তালেব, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মালেক সরকার,
বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী
আন্দোলনের (বিএনএম) রফিকুল ইসলাম সরদার, চার স্বতন্ত্র প্রার্থী
আফজাল হোসেন নয়ন, জাকারিয়া হোসেন, নজরুল ইসলাম ও ফেরদৌস
স্বাধীন ফিরোজ।
বগুড়া-৪ আসনে ছয়জনের মধ্যে জামানত হারিয়েছন ৪ প্রার্থী। তারা
হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, গণতন্ত্রী
পার্টির মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল হোসেন আলম
ওরফে হিরো আলম ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোশফিকুর
রহমান কাজল ।
বগুড়া-৫ এ প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে বিজয়ী আওয়ামী লীগের
মজিবর রহমান মজনু ছাড়া বাকি ৪জনই জামানাত হারিয়েছেন। তারা
হলেন- ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের
মামুনার রশীদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আলী আসলাম
হোসেন রাসেল ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাসেল মাহমুদ।
বগুড়া-৬ আসনে ৫ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। তারা
হলেন- জাতীয় পার্টির আজিজ আহম্মেদ রুবেল, ন্যাশনাল পিপলস্
পার্টির (এনপিপি) শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক
নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
বগুড়া-৭ আসনে ১৩ প্রার্থীর মধ্যে বিজয়ী আওয়ামী লীগের ডা.মোস্তফা আলম নান্নু ছাড়া বাকি ১২ জনই জামানত হারিয়েছেন।
তারা হলেন, বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু,
(প্রাপ্ত ভোট প্রায় ২ হাজার) জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু , বাংলাদেশ কংগ্রেসের মেহেরুল আলম মিশু, জাসদের
আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি-জেপির আব্দুল মজিদ, এনপিপির ফজলুল
হক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এনামুল হক, বিএনএম এর
মো. রনি এবং অপর চার স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা সরকার
বাদল, নজরুল ইসলাম মিলন, আমজাদ হোসেন, নজরুল ইসলাম।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জেলার ৭ টি সাংসদীয় আসনে বর্তমান দুই এমপি, জাপা,জাসদ ও ইউটিউবার হিরো আলমসহ ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিলের সময় জমাকৃত জামানত হারালেন। তারা নিয়ম অনুযায়ী সংখ্যক ভোট না পাওয়ায় ৪৫ জন প্রার্থী জামানত ফেরত পাবেন না। তিনি আরও জানান,  যারা জামানত ফেরত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তারা নিয়ম অনুযায়ী জামানত ফেরত পাবেন।
জনপ্রিয় সংবাদ

আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা: ৫৪ জনকে আসামি, ৪৫ গ্রেপ্তার

বগুড়ায় দু’এমপি, জাপা, জাসদ, হিরো আলমসহ ৪৫ প্রার্থী জামানত হারালেন

আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে বর্তমান ২ সংসদ সদস্য, জাপা,জাসদ ও বহুল আলোচিত ইউটিউবার হিরো আলমসহ ৪৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিটি আসনে প্রদত্ত বৈধ ভোটের ৮ভাগের ১ ভাগের চেয়ে ১টি ভোট
বেশী প্রাপ্ত প্রার্থী জামানত ফিরে পাবেন। কিন্তু ৪৫জন প্রার্থী সে সংখ্যক ভোট পাননি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭ আসনে ৫৮ জন জন প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ২০ হাজার জমা দিতে হয়েছে।
বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি আসনে ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ ভোটারের মধ্যে গড়ে ২৭ শতাংশ
ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বেসরকারী ফলাফলে সাতটি
আসনের মধ্যে ৫টিতে নৌকা এবং দুটির একটিতে জাতীয় পার্টি ও
অন্যটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। সূত্র জানায়,
জামানত হারানোদের মধ্যে অন্যতম হলেন, বগুড়া-৩ (আদমদীঘি ও
দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের ছাড়কৃত জাতীয় পার্টির
বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-
শাজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া-৪
আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো
আলম ।
বগুড়া-১ আসনে প্রতিদ্বদ্বী ১০ প্রার্থীর মধ্যে ৭জনই জামানত
হারিয়েছেন। তারা হলেন- তৃণমূল বিএনপির এন এম আবু জিহাদ,
তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন, জাতীয় পার্টির গোলাম
মোস্তফা বাবু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হোসেন আকবর আফজাল এবং স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ
শোকরানা ।
বগুড়া-২ আসনে প্রতিদ্বদ্বী ৭ প্রার্থীর মধ্যে ৫জন জামানত
হারিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বরকত
উল্লাহ, তৃণমূল বিএনপির বজলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মুনছুর
রহমান শেখ, দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন ও
আল ফারাবী নুরুল ইসলাম।
বগুড়া-৩ আসনে প্রার্থী ছিলেন ১২ জন। তাদের মধ্যে ১০ জনের জামানত
বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির
নূরুল ইসলাম তালুকদার (প্রাপ্ত ভোট ১০হাজার ৫২৩) , বাংলাদেশ
সুপ্রিম পার্টির আফরিন পারভিন, তৃণমূল বিএনপির আব্দুল
মোত্তালেব, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মালেক সরকার,
বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী
আন্দোলনের (বিএনএম) রফিকুল ইসলাম সরদার, চার স্বতন্ত্র প্রার্থী
আফজাল হোসেন নয়ন, জাকারিয়া হোসেন, নজরুল ইসলাম ও ফেরদৌস
স্বাধীন ফিরোজ।
বগুড়া-৪ আসনে ছয়জনের মধ্যে জামানত হারিয়েছন ৪ প্রার্থী। তারা
হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, গণতন্ত্রী
পার্টির মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল হোসেন আলম
ওরফে হিরো আলম ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোশফিকুর
রহমান কাজল ।
বগুড়া-৫ এ প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে বিজয়ী আওয়ামী লীগের
মজিবর রহমান মজনু ছাড়া বাকি ৪জনই জামানাত হারিয়েছেন। তারা
হলেন- ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের
মামুনার রশীদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আলী আসলাম
হোসেন রাসেল ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাসেল মাহমুদ।
বগুড়া-৬ আসনে ৫ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। তারা
হলেন- জাতীয় পার্টির আজিজ আহম্মেদ রুবেল, ন্যাশনাল পিপলস্
পার্টির (এনপিপি) শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক
নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
বগুড়া-৭ আসনে ১৩ প্রার্থীর মধ্যে বিজয়ী আওয়ামী লীগের ডা.মোস্তফা আলম নান্নু ছাড়া বাকি ১২ জনই জামানত হারিয়েছেন।
তারা হলেন, বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু,
(প্রাপ্ত ভোট প্রায় ২ হাজার) জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু , বাংলাদেশ কংগ্রেসের মেহেরুল আলম মিশু, জাসদের
আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি-জেপির আব্দুল মজিদ, এনপিপির ফজলুল
হক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এনামুল হক, বিএনএম এর
মো. রনি এবং অপর চার স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা সরকার
বাদল, নজরুল ইসলাম মিলন, আমজাদ হোসেন, নজরুল ইসলাম।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জেলার ৭ টি সাংসদীয় আসনে বর্তমান দুই এমপি, জাপা,জাসদ ও ইউটিউবার হিরো আলমসহ ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিলের সময় জমাকৃত জামানত হারালেন। তারা নিয়ম অনুযায়ী সংখ্যক ভোট না পাওয়ায় ৪৫ জন প্রার্থী জামানত ফেরত পাবেন না। তিনি আরও জানান,  যারা জামানত ফেরত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তারা নিয়ম অনুযায়ী জামানত ফেরত পাবেন।