কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শিশু শিক্ষার্থী ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ যুব উন্নয়ন পরিষদ প্রাঙ্গনে ও বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার এ কে এম আব্দুল কাদির ভূইয়াঁ হিরো। স্বেচ্ছাসেবী যুব সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি মো. আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহিনন্দ ইউনিয়নের দায়িত্বশীল মাও. মাহতাব উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহসভাপতি এনামুল হক বাবুল।
মহিনন্দ নয়াপাড়া গ্রামের বিধবা রাবেয়া আজিদা ও লুৎফুন্নেছা কম্বল পেয়ে সবুজ বাংলাকে বলেন, গত তিন দিন যাবত যে শীত পড়েছে তাতে আমাদের মতো মানুষের বড় কষ্ট পোহাতে হচ্ছিল। আজ কম্বল পেয়ে আমরা খুব খুশি। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাধ্যমে মহিনন্দ নায়েব সাহেবের বাড়ি ও গোয়ালাপাড়া জামে মসজিদ প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রের ৬০ জন শিক্ষার্থী এবং ৪০ জন অসহায় গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় ।
এ সময় যুব উন্নয়ন পরিষদের কার্যকরী কমিসটির সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী সবুজ বাংলাকে জানান, স্বেচ্ছাসেবী যুব কল্যাণমুলক সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উন্নয়নে নানা অবদান ও যুব কল্যাণে অনন্য ভূমিকা পালন করে জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়।



















