০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সড়কের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রংপুরের গংগাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা সড়কের নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় গুরুত্বপূর্ণ এ সড়ক রক্ষায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গংগাচড়া উপজেলার হাবু বালারঘাট বাজারে মানববন্ধন কর্মসূচিতে পার্শ্ববর্তী দুই ইউনিয়নের শত নারী-পুরুষ অংশগ্রহণ। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিন, শামসুজ্জামান লিজু, যুবনেতা মুর্শিদ জাহান বুলেট প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় বুড়িরহাট থেকে কাকিনা পর্যন্ত আরএইচডি সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের বালু-মাটি-খোয়া ব্যবহার করছে। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তা কখনো টেকসই হবে না। একাধিকবার অনুরোধ এবং সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করলেও অনিয়ম বন্ধ হয়নি। বক্তারা আরও বলেন, বুড়িরহাট-কাকিনা সড়কটি রংপুর-লালমনিরহাট জেলার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এ সড়কে মহিপুরের শেখ হাসিনা তিস্তা সেতু হয়ে প্রতিদিন দুই জেলার শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যদি নিন্মমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণকাজ বন্ধ না হয় তাহলে সরকারের অর্থের অপব্যয় হবে। কোথাও নিয়ম অনুযায়ী শিডিউল সাইনবোর্ড সাঁটানো নেই। রংপুর-লালমনিরহাট জেলার মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের হিসেবে বুড়িরহাট-কাকিনা সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ কাজের জন্য প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধীর গতিতে ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

গংগাচড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মজিদুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা অবশ্যই তদন্ত হবে। কয়েকটি ধাপে নির্মাণকাজ চলমান রয়েছে। আমাদের কর্মকর্তারা কাজের তদারকি করছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে সড়কের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

রংপুরের গংগাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা সড়কের নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় গুরুত্বপূর্ণ এ সড়ক রক্ষায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গংগাচড়া উপজেলার হাবু বালারঘাট বাজারে মানববন্ধন কর্মসূচিতে পার্শ্ববর্তী দুই ইউনিয়নের শত নারী-পুরুষ অংশগ্রহণ। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিন, শামসুজ্জামান লিজু, যুবনেতা মুর্শিদ জাহান বুলেট প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় বুড়িরহাট থেকে কাকিনা পর্যন্ত আরএইচডি সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। সরকারি শিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের বালু-মাটি-খোয়া ব্যবহার করছে। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তা কখনো টেকসই হবে না। একাধিকবার অনুরোধ এবং সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করলেও অনিয়ম বন্ধ হয়নি। বক্তারা আরও বলেন, বুড়িরহাট-কাকিনা সড়কটি রংপুর-লালমনিরহাট জেলার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এ সড়কে মহিপুরের শেখ হাসিনা তিস্তা সেতু হয়ে প্রতিদিন দুই জেলার শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যদি নিন্মমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণকাজ বন্ধ না হয় তাহলে সরকারের অর্থের অপব্যয় হবে। কোথাও নিয়ম অনুযায়ী শিডিউল সাইনবোর্ড সাঁটানো নেই। রংপুর-লালমনিরহাট জেলার মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের হিসেবে বুড়িরহাট-কাকিনা সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ কাজের জন্য প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধীর গতিতে ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

গংগাচড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মজিদুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা অবশ্যই তদন্ত হবে। কয়েকটি ধাপে নির্মাণকাজ চলমান রয়েছে। আমাদের কর্মকর্তারা কাজের তদারকি করছে।