০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে যানবাহনের নিরাপত্তা জোরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যানবহনের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে টোকেন সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে খোলা ও সর্বসাধারণের প্রবেশাধিকার থাকায় ক্যাম্পাস থেকে নিয়মিত সাইকেল ও মোটর সাইকেল চুরি হয়। নিয়মিত সাইকেল ও মোটরসাইকেল চুরি রোধে টোকেন সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। নির্ধারিত স্ট্যান্ডের নিরাপত্তা কর্মীর কাছ থেকে টোকেন নিয়ে নির্দিষ্ট সময়ের জন্যে জমা রাখা যাবে সাইকেল এবং মোটরসাইকেল। পরবর্তীতে, টোকেন ফেরত দিয়ে যানবাহন সংগ্রহ করতে হবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাইকেল স্ট্যান্ডগুলোতে এই সার্ভিস চালু করা হয়। কয়েকদিনের মধ্যে বাকি স্ট্যান্ডগুলোতে এই সার্ভিস চালু হবে। এর আগে সোমবার বাকৃবির নিরাপত্তা পরিষদের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পার্কিং এর জন্য র্নিধারিত স্থানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীর আওতায় রাখতে হবে যানবাহন। যানবাহন রাখার সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মীর নিকট হতে সংগ্রহ করতে হবে টোকেন। যা ফেরত দেয়া সাপেক্ষে যানবাহন নিতে হবে। ক্লাস এবং অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা হতে বিকাল ৫ টা)  এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়াও, প্রতিটি স্ট্যান্ডে দিনের বেলা দুজন নিরাপত্তা কর্মী নিয়োজিত করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বাকৃবি নিরাপত্তা কর্মীর সাথে কথা বলা হলে তিনি জানান, ‘মোটর সাইকেল রাখার জন্যে টোকেন দেওয়া হচ্ছে। কিন্তু সাইকেলের ক্ষেত্রে এখনো টোকেন দেওয়া শুরু হয়নি। তবে একটি স্ট্যান্ডে মাত্র একজন করে নিরাপত্তা কর্মী থাকায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়ে উঠে না। দুজন নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করলে আমাদের কাজটি আরো সহজ হবে।’ নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ রফিকুল ইসলাম জানান, ‘সাইকেলের ক্ষেত্রে এই প্রথম টোকেন সার্ভিস চালু হয়েছে।

এর আগে মোটরসাইকেলের টোকেন সার্ভিস চালু থাকায় আমাদের টোকেন সংকট রয়েছে। নতুন টোকেন খুব শীঘ্রই সরবরাহ করা হবে। প্রতিটি অনুষদের নিরাপত্তা কর্মীদের এ ব্যাপারে অবগত করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার জন্যে নির্ধারিত স্ট্যান্ডে যানবাহন রাখতে হবে। যত্রতত্র যানবাহন রাখলে এবং সেটা চুরি হলে তার দায়ভার প্রশাসনের নয়। স্ট্যান্ডে টোকেনসহ রাখার পরেও যদি যানবাহন চুরি হয় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

বাকৃবিতে যানবাহনের নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যানবহনের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে টোকেন সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে খোলা ও সর্বসাধারণের প্রবেশাধিকার থাকায় ক্যাম্পাস থেকে নিয়মিত সাইকেল ও মোটর সাইকেল চুরি হয়। নিয়মিত সাইকেল ও মোটরসাইকেল চুরি রোধে টোকেন সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। নির্ধারিত স্ট্যান্ডের নিরাপত্তা কর্মীর কাছ থেকে টোকেন নিয়ে নির্দিষ্ট সময়ের জন্যে জমা রাখা যাবে সাইকেল এবং মোটরসাইকেল। পরবর্তীতে, টোকেন ফেরত দিয়ে যানবাহন সংগ্রহ করতে হবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাইকেল স্ট্যান্ডগুলোতে এই সার্ভিস চালু করা হয়। কয়েকদিনের মধ্যে বাকি স্ট্যান্ডগুলোতে এই সার্ভিস চালু হবে। এর আগে সোমবার বাকৃবির নিরাপত্তা পরিষদের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পার্কিং এর জন্য র্নিধারিত স্থানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীর আওতায় রাখতে হবে যানবাহন। যানবাহন রাখার সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মীর নিকট হতে সংগ্রহ করতে হবে টোকেন। যা ফেরত দেয়া সাপেক্ষে যানবাহন নিতে হবে। ক্লাস এবং অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা হতে বিকাল ৫ টা)  এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়াও, প্রতিটি স্ট্যান্ডে দিনের বেলা দুজন নিরাপত্তা কর্মী নিয়োজিত করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বাকৃবি নিরাপত্তা কর্মীর সাথে কথা বলা হলে তিনি জানান, ‘মোটর সাইকেল রাখার জন্যে টোকেন দেওয়া হচ্ছে। কিন্তু সাইকেলের ক্ষেত্রে এখনো টোকেন দেওয়া শুরু হয়নি। তবে একটি স্ট্যান্ডে মাত্র একজন করে নিরাপত্তা কর্মী থাকায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়ে উঠে না। দুজন নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করলে আমাদের কাজটি আরো সহজ হবে।’ নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ রফিকুল ইসলাম জানান, ‘সাইকেলের ক্ষেত্রে এই প্রথম টোকেন সার্ভিস চালু হয়েছে।

এর আগে মোটরসাইকেলের টোকেন সার্ভিস চালু থাকায় আমাদের টোকেন সংকট রয়েছে। নতুন টোকেন খুব শীঘ্রই সরবরাহ করা হবে। প্রতিটি অনুষদের নিরাপত্তা কর্মীদের এ ব্যাপারে অবগত করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার জন্যে নির্ধারিত স্ট্যান্ডে যানবাহন রাখতে হবে। যত্রতত্র যানবাহন রাখলে এবং সেটা চুরি হলে তার দায়ভার প্রশাসনের নয়। স্ট্যান্ডে টোকেনসহ রাখার পরেও যদি যানবাহন চুরি হয় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’