০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে রহস্যজনক ঘটনায় গুলিবিদ্ধ যুবক

নাটোরে রহস্যজনক ঘটনায় মিরাজুল ইসলাম সোহান(৩১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা এগারোটার দিকে নাটোর সদর উপজেলার জাঠিয়ান মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহান একই এলাকার রেজাউল করিম শামীম এর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জাঠিয়ান মোড় এলাকার মজিবুর মার্কেটের একটি ডেকোরেটরের দোকানের পিছন দিকে কয়েকজন বন্ধুসহ সোহান বসেছিলেন। এ সময় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে সোহানের উরুতে গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সোহানের মেজ চাচা শাহিনূর ইসলাম সবুজ বাংলাকে জানান, জমি জমা নিয়ে তাদের সাথে তাদের এক প্রভাবশালী বোন জামাইয়ের দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তার ভাতিজা সোহানের উপরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি বলেছেন, সোহান ও তার বন্ধু একই এলাকার সাদেকুল ইসলাম টুটুলসহ কয়েকজন বসে থেকে একটি পিস্তল নাড়াচারা করছিল।
এ সময় সোহান ও টুটুল পিস্তলটি নিয়ে টানাহেচড়ার সময় হঠাৎই গুলি বের হয়ে সোহানের উরুতে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় টুটুল তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছে বলে আহত সোহান স্থানীয়দের কাছে অভিযোগ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সবুজ বাংলাকে বলেছেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে কেউ তাৎক্ষনিক নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ভিকটিমকে রাজশাহী নিয়ে যাওয়ায় তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। আমরা যোগাযোগ করে কথা বলার চেষ্টা করছি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

নাটোরে রহস্যজনক ঘটনায় গুলিবিদ্ধ যুবক

আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
নাটোরে রহস্যজনক ঘটনায় মিরাজুল ইসলাম সোহান(৩১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা এগারোটার দিকে নাটোর সদর উপজেলার জাঠিয়ান মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহান একই এলাকার রেজাউল করিম শামীম এর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জাঠিয়ান মোড় এলাকার মজিবুর মার্কেটের একটি ডেকোরেটরের দোকানের পিছন দিকে কয়েকজন বন্ধুসহ সোহান বসেছিলেন। এ সময় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে সোহানের উরুতে গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সোহানের মেজ চাচা শাহিনূর ইসলাম সবুজ বাংলাকে জানান, জমি জমা নিয়ে তাদের সাথে তাদের এক প্রভাবশালী বোন জামাইয়ের দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তার ভাতিজা সোহানের উপরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি বলেছেন, সোহান ও তার বন্ধু একই এলাকার সাদেকুল ইসলাম টুটুলসহ কয়েকজন বসে থেকে একটি পিস্তল নাড়াচারা করছিল।
এ সময় সোহান ও টুটুল পিস্তলটি নিয়ে টানাহেচড়ার সময় হঠাৎই গুলি বের হয়ে সোহানের উরুতে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় টুটুল তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছে বলে আহত সোহান স্থানীয়দের কাছে অভিযোগ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সবুজ বাংলাকে বলেছেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে কেউ তাৎক্ষনিক নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ভিকটিমকে রাজশাহী নিয়ে যাওয়ায় তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। আমরা যোগাযোগ করে কথা বলার চেষ্টা করছি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।