হাড় কাঁপানো শীতে খুলনার জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডার কারণে সবার অবস্থা নাজেহাল। প্রচণ্ড ঠান্ডায় স্কুলগামী শিশু শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।
এদিকে মঙ্গলবার খুলনায় তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় খুলনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। সকালে আবহাওয়ার তাপমাত্রা জানার পরপরই খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা নাজ আলাদা বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। একইসঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না ওঠা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ন্যাশনাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল বলেন, তীব্র শীতে জ্বর-র্সদিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে, সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় খুলনা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।
স/ম























