ঝালকাঠির কাঁঠালিয়ায় দুলাল ডাকুয়া নামের এক সাঁজাপ্রাপ্ত আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) থানার এসআই মো.রিয়াজ রহমান ও এএসআই মো.হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিইপিজেড থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দুলাল ডাকুয়া (৩৬), উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের আবদুল মান্নান ডাকুয়ার ছেলে।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, গ্রেফতারকৃত দুলাল ডাকুয়া পিরোজপুর জেলার একটি সিআর মামলার ৮ মাসের সাঁজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।





















